নাস্তিকতা

নাস্তিকতা :

নাস্তিকতার সজ্ঞা আমার ও ঠিক ভাবে জানা নেই তবে নাস্তিক তারাই যারা যেকোনো অন্ধ কু সংস্কারের বিরুদ্ধে , মিথ্যা অলৌকিক শক্তির বিরুধ্যে , যেটা সম্পূর্ণ একটা বিজ্ঞান নির্ভর বা বিজ্ঞান প্রতিষ্ঠিত বেপার তার মধ্যে আলৌকিকত্ত কে মেশানো যাই না । নাস্তিকতা কিন্তু অন্য কোনো ধর্মের মতো নই যে এর জন্য প্রচার করতে হবে বা প্রসারে নামতে   হবেই। মৃত্যুর আগে ও পরে : পাপ ও পুন্য , নেকি ও গুনাহ দ্বারা বিচার হবে   স্বর্গ নরক , বেহেস্ত দোজগ , হেল হেভেন এ স্থান হবে এই দিক গুলা হিল গিয়া ধর্মের । নাস্তিক রা মনে করে যে বিজ্ঞানের উপর ও যুক্তির উপরই সব কিছু প্রতিষ্ঠিত তবে হ্যান একটা মানুষকে সমাজে ভালো কাজ করতে হবে , জ্ঞান অর্জন করতে হবে , সৎ হতে হবে , দেশ ও জাতির উন্নতি করতে হবে ,জাতিভেদ প্রথার বিরুদ্ধে কাজ করতে হবে , মাত্সনাই এর বিরুদ্ধে লড়তে হবে , দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে । তাহলে আমরা একটা সুন্দর , সুষ্ট , প্রগতিশীল , মুক্তমনা , বিজ্ঞানবাদী জনহিতকর সমাজ প্রতিষ্ঠা করতে পারব যেখানে সবাই শান্তিতে থাকতে পারবে । বর্তমান পৃথিবীতে ইউরোপ , মার্কিন যুক্ত রাষ্ঠ্র , কানাডা , অস্ট্রেলিয়া , আফ্রিকা মহাদেশের অনেক দেশ , ল্যাটিন আমেরিকা , এশিয়ার অনেক দেশেই নাস্তিক ,অগ্গেয়বাদি , মুক্তমনা লোক বারতেসে । ধর্মের নাম ভেদাভেদ হানাহানি মারপিট সাম্প্রদায়িক দাঙ্গা জুলুমবাজি এইটা পৃথিবীতে অনেক আগে থেকে হয়ে আসলেও বহু মানুষ কিন্তু এই অচলায়তন সমাজবেবস্থা থেকে বার হইয়া আসতেসেন ।